শহীদ একাডেমিক স্কুল EIIN-136266
বীরপুশিয়া, করটিয়া, টাঙ্গাইল
SHAHID ACADEMIC SCHOOL
Shahid Academic School helps students to take preparation for SSC & JSC exam, reputed schools & colleges and also for future higher education.
Over the period of 30 years, Shahid Academic School ( in pioneer it was Shahid Cadet coaching center) provides proper education with the strategic learning method and that’s why in every year the maximum number of students get admission in all Well Reputed Colleges from this academy. And rest of all students get admission in all the reputed Schools like RAJUK Uttara model School & College, Ideal Model School, Residential model College, BAF Shaheen School, Viqarunnisa Noon school, Willes Little Flower School, etc. in Dhaka and country-wide reputed schools and Besides our own School success is Excellent in recent few years in every class. Our students are achieving Excellent results in J.S.C and S.S.C.
All of our students make their academic result as outstanding and most of them start their professional career as level best sectors like Army and all Forces, Engineer, Doctor, IT, Law, Business, Social and Public Organizations and other areas in worldwide range with absolute responsibility.
We have both Bangla and English version of education systems. We have excellent residential facilities and security. Boys and Girls residential hostels & campus are in separated building . Over the period of 30 years, Shahid Academic School is playing the best role of for admission in Well Reputed College. .
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বাণী
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ছোট্র একটি দেশ। কিন্তু বিশাল জনসংখ্যার ভারে ন্যূব্জমান।বিশাল এ জনসংখ্যাকে যদি সত্যিকার অর্থে মানবসম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশটি সত্যিই সোনার দেশ হিসেবে গড়ে উঠবে।কিন্তু কিভাবে সম্ভব?একটাই উত্তর- সকলের জন্য সুশিক্ষা নিশ্চিতকরণ।সুশিক্ষা ছাড়া কখনও কোন ব্যক্তি বা রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না।নিজের কৈশোর ও যৌবনের শুরুতে আমি যে প্রচন্ড সংগ্রাম করেছি তাই আমাকে এনে দিয়েছে সফলতা।কেনিয়ার এক সাধারন পরিবারে জন্মগ্রহন করেও বারাক ওবামা হতে পেরেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন এরা সবাই দরিদ্র ও সাধারন পরিবারের সদস্য।এরুপ অসংখ্য ব্যক্তিত্ব আছেন যারা নিজেরা সংগ্রাম করে নিজেদের আগে শিক্ষিত করেছেন, তারপর নিজেদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুনাবলি দিয়ে অমর হয়েছেন।তেমনি আমদের দেশে বহু সংখ্যক পরিবার আছে যাদের মেধাবী সন্তান থাকলেও সঠিক পরিকল্পনা,দিক নির্দেশনা ও আর্থিক অস্বছলতার কারনে তাদের ঠিকমত লালন পালন করতে পারেন না।যার ফলেঅমিত সম্ভাবনাময় অনেক তরুন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।এ সমস্ত পরিবারের সদস্যদের বন্ঝনার কষ্ট আমি উপলব্ধি করেছি অত্যন্ত গভীরভাবে।তাই জাতির এ দুর্দিনে কিছু সংখ্যক পথহারা তরুনকে পথের ধার থেকে পথে আনার প্রত্যয়ে ‘‘শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজ’’ প্রতিষ্ঠা।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমার প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস শ্রম ও সার্বক্ষণিক তত্ত্বাবধান, শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধার সর্বোত্তম বিকাশকে সম্ভব করে তোলা যাবে।ফলে দেশ ও জাতি পাবে সুনাগরিক ও আলোকিত মানুষ।যারা তাদের কুশলতা দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।আমি আরো বিশ্বাস করি, এ সমস্ত আলোকিত মানুষের দ্যুতি নিজ দেশের সীমানা পেরিয়ে ছরিয়ে পরবে বহির্বিশ্বে।মহান আল্লাহ্ আমদের সহায় হোন।
আলহাজ্ব মোঃ শহীদুল আলম শহীদ
বিএসএস(সম্মান)এমএসএস(অর্থনীতি),ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজ।
ব্যবস্থাপনা পরিচালকের বাণী
শিক্ষার আলোয় আলোকিত দেশ ও জাতি গঠনের প্রত্যয় নিয়ে ১৯৮৬ সাল থেকে নিরন্তর আলো ছড়িয়ে আসা শহীদ ক্যাডেট একাডেমীর পক্ষ থেকে অভিনন্দন। তথ্য-প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষার সৎ, দক্ষ ও মেধাবী মানুষ তৈরির লক্ষ্যে আমাদের পথ চলা। মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্খা পূরণে ডিজিটাল সোনার বাংলা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে শিশুদের মনন ও মেধার পূর্ণ বিকাশে আমাদের রয়েছে অনলাইন সুবিদাসহ সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কো-কারিকুলাম।
নিরক্ষরতা ও অজ্ঞতার বেড়াজাল ছিন্ন করে আমরা এগিয়ে যেতে চাই বহুদুর। সময়ের প্রয়োজনে সৃজনশীল, বাস্তবধর্মী, কর্মমুখী ও আনন্দময় শিক্ষার পরিবেশ গরে তোলার ব্রত নিয়ে শহীদ ক্যাডেট একাডেমির যাত্রা শুরু। এ পথ চলায় আপনাদের পাশে পেয়ে আমরা গর্বিত। আপনাদের অকুন্ঠ সমর্থন এবং সহযোগিতা আমাদের পথকে প্রশস্ত করেছে।
আলোর দিশারী হিসেবে অভিহিত শহীদ শিক্ষা পরিবারের কর্ণধার অ মধ্যমণি সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ জনাব আলহাজ্ব মোঃ শহীদুল আলম শহীদ স্যারের একান্ত প্রচেষ্টায় যে মহান উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি তা আজ কচিপল্লব থেকে মহীরুহে রুপান্তরিত হয়েছে। স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা গড়ে যাচ্ছি উন্নতির সোপান। বিগত বছরের কর্মকান্ডের গতিকে আরো বেগবান করে আগামী দিনে শহীদ একাডেমিক স্কুল আসছে আন্তর্জাতিক মানের শিক্ষার বার্তা নিয়ে। আপনাদের সচেতন পরামর্শ ও সহযোগিতা আমাদের কর্ম প্রয়াসকে আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা রাখি। ইন্শাআলাহ্ ।
তারিক শহীদ সাদী
ব্যবস্থাপনা পরিচালক
শহীদ ক্যাডেট একাডেমী
ও
শহীদ শিক্ষা পরিবার